জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) সচল সিম বা হ্যান্ডসেটের সংখ্যা বেশি দেখানো নিয়ে অভিযোগ উঠেছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ফয়েজ আহমদ তৈয়্যব শুক্রবার ফেসবুকে জানান, অপারেটরদের ঐতিহাসিক ডেটা সিস্টেমে ওঠায় এমনটা হচ্ছে; সমাধানে সময় লাগবে। আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন হ্যান্ডসেট বন্ধ হবে না। এনইআইআর চালু হলেও নিরাপত্তার জন্য আরও স্তর যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এক এনআইডিতে কত সিম বা ডিভাইস ব্যবহার হয়েছিল, তা জানা নাগরিক অধিকার।