ফ্রেশ অনন্যা নিবেদিত প্রথম আলোর সহযোগিতায় ‘প্রিয় অনন্যার পিরিয়ড-সচেতনতা’ শীর্ষক তিন পর্বের বিশেষ টক শো দেখতে চোখ রাখুন প্রথম আলো ডটকম ও প্রথম আলোর ফেসবুক পেজে
ফ্রেশ অনন্যা নিবেদিত প্রথম আলোর সহযোগিতায় ‘প্রিয় অনন্যার পিরিয়ড-সচেতনতা’ শীর্ষক তিন পর্বের বিশেষ টক শো দেখতে চোখ রাখুন প্রথম আলো ডটকম ও প্রথম আলোর ফেসবুক পেজে

‘মেনস্ট্রুয়াল হাইজিন ডে’ উপলক্ষে সচেতনতামূলক নানা আয়োজন

বিশ্ব মেনস্ট্রুয়াল হাইজিন ডে আজ ২৮ মে, বুধবার। দিবসটির এবারের প্রতিপাদ্য—পিরিয়ড-বান্ধব বিশ্ব গড়ে তুলতে ঐক্যবদ্ধ প্রয়াস। এ উপলক্ষে পিরিয়ড নিয়ে সচেতনতা বাড়াতে তিন দিনব্যাপী বিভিন্ন আয়োজন করেছে প্রথম আলো ডটকম।

ফ্রেশ অনন্যা নিবেদিত ‘প্রিয় অনন্যার পিরিয়ড-সচেতনতা’

পিরিয়ড নিয়ে এখনো আমাদের সমাজে রয়েছে অসংখ্য ভুল ধারণা, সংকোচ আর নীরবতা। এসব বিষয়ে সচেতন করতে ফ্রেশ অনন্যার সহযোগিতায় নির্মিত হয়েছে ‘প্রিয় অনন্যার পিরিয়ড-সচেতনতা’ নামে তিন পর্বের বিশেষ টক শো।

প্রথম পর্বের বিষয় ‘পিরিয়ড চলাকালে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পুষ্টি ও ডাবল প্রটেকশন নিশ্চিতের গুরুত্ব’। এ পর্বে অতিথি হিসেবে রয়েছেন টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ডা. উম্মে তানিয়া নাসরিন উর্মী এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আফসারা জামান প্রতিভা।

দ্বিতীয় পর্বে ‘পিরিয়ড নিয়ে ভুল ধারণা ভাঙা, ডাবল প্রটেকশন ও খোলামেলা আলাপের প্রয়োজনীয়তা’ বিষয়ে আলোচনা করেছেন মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞ অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ এবং গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগের প্রধান ডা. তানজিনা হোসেন।

শেষ পর্বে আলোচনার বিষয় ‘স্কুল ও কর্মস্থলে পিরিয়ড ম্যানেজমেন্ট, ট্র্যাকিং ও ডাবল প্রটেকশনের গুরুত্ব’। এতে অতিথি হিসেবে রয়েছেন স্পেশালাইজড গ‍্যাস্ট্রোলিভার কেয়ারের পুষ্টিবিদ ইসরাত জাহান এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (বিআইএসসি) সিনিয়র শিক্ষক হাসিনা মোস্তাফিজ।

এসিআই ফ্রিডম নিবেদিত প্রথম আলোর সহযোগিতায় ভিন্নধর্মী ক্যাম্পেইন ‘সুস্থ থাকি, স্বাধীন থাকি’

রুহাণী সালসাবিল লাবণ্যর উপস্থাপনায় আজ বুধবার থেকে পরপর তিন দিন পর্বগুলো প্রচারিত হবে প্রথম আলো ডটকম ও প্রথম আলোর ফেসবুক পেজে, প্রতিদিন দুপুর ১২টায়।

এসিআই ফ্রিডম নিবেদিত ‘সুস্থ থাকি, স্বাধীন থাকি’

পিরিয়ড কোনো লজ্জার বিষয় নয়, বরং এটি স্বাভাবিক একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যার সঙ্গে জড়িয়ে আছে নারীস্বাস্থ্য। অথচ এখনো আমাদের দেশের বেশির ভাগ নারী সংকোচের কারণে এ বিষয়টি নিয়ে কথা বলতে চান না।

এসিআইয়ের ‘ফ্রিডম’ ব্র্যান্ডের সহযোগিতায় নির্মিত ‘সুস্থ থাকি, স্বাধীন থাকি’ শীর্ষক ভিডিও বার্তার মাধ্যমে ভিন্ন পেশার কয়েকজন নারী তুলে ধরেছেন পিরিয়ড নিয়ে বাস্তব অভিজ্ঞতা ও মতামত। তাঁদের মধ্যে রয়েছেন চিকিৎসক, কর্মজীবী নারী ও স্কুলশিক্ষার্থী।

ভিডিও বার্তাগুলো আজ থেকে প্রচারিত হবে প্রথম আলো ডটকম ও প্রথম আলোর ফেসবুক পেজে। এ ছাড়া পিরিয়ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক সচেতনতামূলক পোস্ট প্রচারিত হচ্ছে প্রথম আলোর ফেসবুক পেজে।