Thank you for trying Sticky AMP!!

প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দ্বিপক্ষীয় বৈঠকে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। মিউনিখ, জার্মানি, ১৭ ফেব্রুয়ারি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের (এমএসসি) ফাঁকে আজ শনিবার সকালে কনফারেন্স ভেন্যু হোটেল বেইরিশার হফে দুই নেতার ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় নেতা দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

একই স্থানে জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক মন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী এর আগে সকালে সম্মেলনস্থলে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

এর আগে প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার কাতার ও ডেনমার্কের প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।

Also Read: হাসিনা-জেলেনস্কি বৈঠক ঢাকা-মস্কো সম্পর্কে প্রভাব ফেলবে না: রুশ রাষ্ট্রদূত

বাংলাদেশের প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিন দিনের এক সরকারি সফরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মিউনিখে পৌঁছান। সফর শেষে শেখ হাসিনা আগামীকাল রাতে মিউনিখ ত্যাগ করবেন এবং ১৯ ফেব্রুয়ারি তাঁর ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

Also Read: দেশকে কেউ যেন পেছনের দিকে ঠেলে দিতে না পারে: প্রধানমন্ত্রী