চলছে ‘শিকড়ে গান’ প্রদর্শনী

খুলনার একদল শিল্পীর কাজ নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজের গুলশান শাখায় বৃহস্পতিবার শুরু হয়েছে ‘শিকড়ের গান’ প্রদর্শনী
ছবি: সংগৃহীত

কখনো দেয়ালজুড়ে আঁকা ছবি, কখনো সুই–সুতায় কাপড়ে উঠছে নকশা। মাটিতে সাদা আলপনা আঁকা হচ্ছে অথবা দেখা যাচ্ছে নানা রকম কাপড়ের পুতুল। মূলত লোকসংস্কৃতির এসব মৌলিক আচার–শিল্প নিয়েই শুরু হয়েছে ‘শিকড়ের গান’ প্রদর্শনী।

আলিয়ঁস ফ্রঁসেজের গুলশান শাখায় বৃহস্পতিবার শুরু হওয়া ‘শিকড়ের গান’ মূলত দেশের উপকূলীয় অঞ্চল খুলনার একদল শিল্পীর কাজ। সবাই খুলনার শিল্প সংগঠন ‘শ্বাসমূল আর্টসের’ সদস্য। প্রদর্শনীটি চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সবার জন্য উন্মুক্ত থাকবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

প্রদর্শনীতে শিল্পকর্ম দিয়ে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন সুন্দরবন অঞ্চলের মানুষের জীবনধারা, লোকসংস্কৃতি ও ঐতিহ্য। জলবায়ু পরিবর্তন উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ও সংস্কৃতিতে যে প্রভাব ফেলছে, তাকে কেন্দ্র করে উপস্থাপিত হয়েছে কয়েকটি শিল্পকর্ম। প্রদর্শনীটির কিউরেট করেছেন শিল্পী খন্দকার নাসির আহমেদ। সমন্বয় করেছেন শিল্পী মণি মাঝি ও বিশ্বজিৎ রায়।

বাংলার গ্রামীণ জীবনের অনেক কিছু স্বভাবজাত শিল্প, তা–ই আবিষ্কার করে সমকালীন শিল্পধারায় উপস্থাপন করেছেন শিল্পীরা। মূলত বাংলার মৌলিকত্বকে শিল্পে ধরার চেষ্টা থেকেই এই আয়োজন বলে জানান আয়োজকেরা। নগরের মানুষকে শিকড়ের গান শোনাতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।