
চট্টগ্রাম নগরে এক রিকশাচালকের গায়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছে। ছিঁড়ে পড়া তারের আগুনে রিকশাচালক দগ্ধ হয়েছেন।
আজ রোববার সকাল ১০টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার অক্সিজেন মোড়ে এ ঘটনা ঘটে।
আহত রিকশাচালকের নাম জাহেদ আলী। তাঁর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস জাহান প্রথম আলোকে বলেন, রিকশা নিয়ে অক্সিজেন মোড় অতিক্রম করছিলেন জাহেদ। এ সময় হঠাৎ একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে তাঁর গায়ে পড়ে। ছিঁড়ে পড়া তারটিতে আগুন ধরে যায়। আগুনে রিকশাচালক জাহেদের শরীরে বিভিন্ন অংশ পুড়ে যায়।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা ঘটনাস্থলে গিয়ে রিকশাচালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সময় রিকশায় কোনো যাত্রী ছিল না বলে জানায় পুলিশ।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার মধ্যে থাকা রিকশাটির ওপর ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার পড়ে আছে। তারটিতে আগুন জ্বলছে। ধোঁয়া উড়ছে। রিকশাচালক উপুড় হয়ে সড়কে পড়ে আছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম প্রথম আলোকে বলেন, আহত রিকশাচালক চিকিৎসাধীন।