Thank you for trying Sticky AMP!!

পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানোর অনুমতি দেওয়ার ভাবনা নেই: ওবায়দুল কাদের

পদ্মা সেতু

আপাতত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলতে দেওয়া নিয়ে কোনো ভাবনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার সচিবালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পর গত ২৬ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। প্রথম দিনেই সেখানে ঢল নামে মোটরবাইকের আরোহীদের। তাঁরা সেতুর ওপর উঠে দল বেঁধে আনন্দ-উল্লাস আর হইহুল্লোড়ে মাতেন।

সেই রাতে বাইক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলে ২৭ জুন ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সেতু বিভাগ।

সংবাদ সম্মেলনে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু করে দিচ্ছেন কি না—এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতুতে মোটরসাইকেল আপাতত না। শান্তিতে আছে পদ্মা সেতু।’