ফারাতুল মাহমুদ
ফারাতুল মাহমুদ

সাহায্যের আবেদন

ব্লাড ক্যানসারে আক্রান্ত ফারাতুলকে বাঁচাতে এগিয়ে আসুন

মায়াভরা চেহারার এই কিশোরের নাম ফারাতুল মাহমুদ হাসান। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র সে। ফারাতুল ভীষণ অসুস্থ। সারা দিন অসহনীয় যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে সে। হেপাটাইটিস সি ভাইরাস, ই-বিটা থ্যালাসেমিয়া মেজর এবং ব্লাড ক্যানসারে আক্রান্ত সে। প্রতি মাসে ফারাতুলের জন্য প্রয়োজন হয় পাঁচ ব্যাগ রক্ত, প্রতিদিন চলে তিন হাজার টাকার ওষুধ।

ফারাতুলের বাবা মো. সাদেকুল ইসলাম জানিয়েছেন, ভারত ও বাংলাদেশে গত সাত বছরে ছেলের চিকিৎসায় দুই কোটি টাকার বেশি খরচ হয়েছে। তাঁর ব্যবসার প্রায় সর্বস্ব পুঁজি ব্যয় করে এখন আর চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না তিনি। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে তাঁর সংসার। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দ্রুত ফারাতুলের অস্থিমজ্জা প্রতিস্থাপন (বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট) করতে হবে। চিকিৎসকদের বরাতে সাদেকুল বলেন, এ জন্য প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা।

ছেলে ফারাতুলের জীবন বাঁচাতে সমাজের সহৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্য চেয়েছেন সাদেকুল ইসলাম। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. সাদেকুল ইসলাম, ইসলামী ব্যাংক, রামপুরা শাখা, সঞ্চয়ী হিসাব নম্বর: ২০৫০২২৬০২০১২৫১১০৮; ডাচ্-বাংলা ব্যাংক, রামপুরা শাখা, সঞ্চয়ী হিসাব নং: ১৭৮,১৫১,১১০৬০৫; প্রাইম ব্যাংক, বনশ্রী শাখা, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৯২২১০৭০০১০৪৪০। সাহায্য পাঠানো যাবে মুঠোফোন নম্বরেও (বিকাশ/নগদ) ০১৮৬৪-২৯১৩২৭, ০১৮৬৪-২৯১৩২৮।