বসুন্ধরা আবাসিক এলাকায় শান্তা হোল্ডিংসের প্রথম প্রকল্প ‘স্বপ্ননীড়’-এ আয়োজিত হয় ‘মিট দ্য ওনার্স’ অনুষ্ঠান
বসুন্ধরা আবাসিক এলাকায় শান্তা হোল্ডিংসের প্রথম প্রকল্প ‘স্বপ্ননীড়’-এ আয়োজিত হয় ‘মিট দ্য ওনার্স’ অনুষ্ঠান

স্বপ্ননীড়ে শান্তা হোল্ডিংসের অনুষ্ঠান

বিলাসবহুল আবাসনের নতুন অধ্যায়ের সূচনা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শান্তা হোল্ডিংসের প্রথম প্রকল্প ‘স্বপ্ননীড়’-এ গত শনিবার আয়োজিত হয় ‘মিট দ্য ওনার্স’ অনুষ্ঠান। হস্তান্তর-পরবর্তী এই বিশেষ আয়োজনে গ্রাহকেরা প্রথমবারের মতো একটি অভিজাত ও আধুনিক জীবনযাত্রার অভিজ্ঞতা লাভ করেন। এই আয়োজনের মধ্য দিয়ে বসুন্ধরায় বিলাসবহুল জীবনযাত্রার নতুন মানদণ্ড স্থাপনে শান্তার উদ্যোগ সবার কাছে তুলে ধরা হয়।

ব্লক ডির একটি কর্নার প্লটে অবস্থিত ‘স্বপ্ননীড়’ বিখ্যাত স্থপতি নাহাস আহমেদ খলিলের নকশায় নির্মিত। ২৮ দশমিক ৬৬ কাঠা জমির ওপর গড়ে ওঠা এই প্রকল্পে রয়েছে ৪৮টি এক্সক্লুসিভ অ্যাপার্টমেন্ট, যার আয়তন ২ হাজার ৬৫০ থেকে ৩ হাজার ৬৫০ বর্গফুট। প্রতিটি ইউনিটে রয়েছে দুটি গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা।

শান্তার সিগনেচার ফিচার ও বিলাসবহুল সুযোগ-সুবিধা স্বপ্ননীড়েও সম্পূর্ণরূপে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ডাবল হাইট এন্ট্রি ও অভিজাত রিসেপশন লাউঞ্জ, সুসজ্জিত পার্টি রুম, আধুনিক ফিটনেস সেন্টার, রুফটপ ইনফিনিটি পুল ও বারবিকিউ জোন, প্রফেশনাল ল্যান্ডস্কেপিং ও লাইটিং ডিজাইন, আউটডোর অ্যাকটিভিটি জোনসহ আরও অনেক কিছু।

স্বপ্ননীড় ছাড়াও শান্তা হোল্ডিংস বসুন্ধরায় আরও নয়টি বিলাসবহুল আবাসিক প্রকল্প এবং একটি ডেস্টিনেশন মল নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। www.shantaholdings.com-এ ভিজিট করে অথবা ১৬৬৩৪ নম্বরে কল করে আসন্ন প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে।