সবুর খান জিইএনের ব্যবস্থাপনা পরিচালক মনোনীত

মো. সবুর খান
ছবি: সংগৃহীত

গ্লোবাল এন্টারপ্রেনিউরশিপ নেটওয়ার্কের (জিইএন) ব্যবস্থাপনা পরিচালক মনোনীত হয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান।

বিশ্বের ১৮০টির বেশি দেশে প্রকল্প ও কর্মসূচিসমূহের বৃহত্তম উদ্যোক্তা প্ল্যাটফর্ম জিইএন। উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, নীতিনির্ধারক এবং উদ্যোক্তা সহায়তা সংস্থাগুলোর মধ্যে আন্তসীমান্ত সহযোগিতা ও উদ্যোগ উৎসাহিত করতে এ সংস্থা বিশেষ অবদান রেখে চলেছে।

ড্যাফোডিল ইউনিভার্সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিইএনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সবুর খানের মনোনয়ন বাংলাদেশের তরুণ ও প্রতিভাবান উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, নীতিনির্ধারক এবং উদ্যোক্তা সহায়তা সংস্থাগুলোর জন্য নতুন আশা ও সুযোগ হয়ে এসেছে। এখন থেকে তিনি সক্রিয়ভাবে উদ্যোক্তা এবং উদ্যোক্তা প্রতিষ্ঠানকে বৈশ্বিক নেতা ও প্রতিষ্ঠানের সঙ্গে সেতুবন্ধ তৈরিতে কাজ করবেন। এতে দেশের জন্য সুযোগ অবারিত হবে।

সবুর খান ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি। এ ছাড়া তিনি বিজনেস ইনকিউবেটর, ভেঞ্চার ক্যাপিটাল, ডিপার্টমেন্ট অব ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ, নলেজ ভ্যালির মতো প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা। তিনি শিক্ষার্থীদের জন্য উদ্যোক্তা উন্নয়ন তহবিল (ইডিএফ) চালু করেছেন, যাঁরা বিভিন্ন ভাষায় উদ্যোক্তাবৃত্তির ওপর বেশ কিছু বই লিখেছেন ও প্রকাশ করেছেন। সবুর খান স্টার্টআপ মার্কেটের মতো এ রকম অনেক প্রকল্পের উদ্যোগ গ্রহণ করেছেন।

তরুণ ও সুবিধাবঞ্চিত গোষ্ঠীকে তাদের পণ্য অন্বেষণ করতে, বিকাশ ঘটাতে ও স্বাবলম্বী হতে সাহায্য করার জন্য ঐতিহ্যের হাট, জীবিকা প্রকল্পকে উৎসাহিত করেছেন সবুর খান। ড্যাফোডিল ইউনিভার্সিটিসহ ৫৪টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি। এসব প্রতিষ্ঠানে পাঁচ হাজারের বেশি মানুষ কর্মরত রয়েছেন।