মো. আবুল হাসান
মো. আবুল হাসান

সাহায্যের আবেদন

ক্যানসারে আক্রান্ত হাসানের সহায়তায় এগিয়ে আসুন

ফরিদপুরের সদরপুর উপজেলার মইজউদ্দিন মাতব্বরকান্দি গ্রামের বাসিন্দা মো. আবুল হাসানের (৩৪) গত বছরের ফেব্রুয়ারিতে ক্যানসার শনাক্ত হয়েছে। রাজধানীর মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে কেমোথেরাপি নিচ্ছেন তিনি।

হাসান মা ও বাবাকে নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে থাকেন। তাঁর বাবা মস্তিষ্কের রক্তক্ষরণে (স্ট্রোক) আক্রান্ত। হাসান একটি দোকানে কম্পিউটার অপারেটরের চাকরি করে বাবার চিকিৎসা ও সংসারের খরচের জোগান দিতেন। তবে ক্যানসার শনাক্ত হওয়ার পর থেকে তাঁর সে পথও বন্ধ। এখন হাসানের ক্ষুদ্র দোকানি এক ভাইয়ের আয়ে কোনোরকমে চলছে তাঁদের সংসার। 

হাসানকে সহায়তা পাঠানো যাবে ব্যাংকে—মো. আবুল হাসান, হিসাব নম্বর: ০১১০৭০১০০৯৯৯৪, সোনালী ব্যাংক, পাবলিক সার্ভিস কমিশন শাখা, আগারগাঁও, ঢাকা। সাহায্য পাঠাতে পারেন মুঠোফোন নম্বরেও (বিকাশ/নগদ) ০১৮৬২-৬৪৮০৫১। বিজ্ঞপ্তি