কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণসহ উদ্ভাবন ও চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দক্ষতা অর্জনে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গতকাল সোমবার মরক্কোর মারাকেশ শহরে দেশটির যুব, সংস্কৃতি ও যোগাযোগবিষয়ক মন্ত্রী মোহাম্মেদ মেহদি বেনসাইদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
বৈঠকে ক্রীড়া উপদেষ্টা বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক তরুণ, যাঁদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সরকার সার্বিকভাবে কারিগরি, প্রযুক্তিনির্ভর এবং যুগোপযোগী প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণসহ উদ্ভাবন ও চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দক্ষতা অর্জনে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
বৈঠকে মরক্কোর যুবসমাজের কর্মস্পৃহা ও উদ্ভাবনী শক্তির প্রশংসা করেন আসিফ মাহমুদ। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মরক্কোর যুবমন্ত্রী মোহাম্মেদ মেহদি বেনসাইদ আগামী সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় গ্লোবাল ইয়ুথ সামিটে যোগ দেওয়ার বিষয়ে সম্মতি জানান। তিনি বাংলাদেশ ও মরক্কোর মধ্যে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং দুই দেশের যুব উন্নয়ন ও সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রে মতবিনিময়ের ওপর জোর দেন।
ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে মারাকেশ সফর করছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মোহাম্মেদ মেহদি বেনসাইদের সঙ্গে বৈঠকের আগে তিনি মৌরিতানিয়া, জর্ডান, গাম্বিয়া, জিবুতিসহ ওআইসিভুক্ত অন্যান্য দেশের মন্ত্রীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।