
দক্ষিণ এশিয়ার অন্যতম অ্যাডভারটাইজিং ফেস্টিভ্যাল ‘গোয়া-ফেস্টে’র অ্যাবি অ্যাওয়ার্ডসে একটি সিলভার ও একটি গোল্ড অ্যাওয়ার্ড জিতেছে এশিয়াটিক মাইন্ডশেয়ার। ‘ইনোভেটিভ ইউজ অব ইন্টিগ্রেটেড মিডিয়া, সাউথ এশিয়া (এক্সক্লুডিং ইন্ডিয়া)’ ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড জিতেছে তারা।
গ্রামীণফোনের জন্য করা ‘ইন্টারনেটের দুনিয়া সবার’ ক্যাম্পেইনের জন্য সিলভার অ্যাওয়ার্ড আর ‘বন্ধু বোঝে আমাকে’ ক্যাম্পেইনের জন্য গোল্ড অ্যাওয়ার্ড এসেছে। এবারের আসরে বাংলাদেশ থেকে শুধু এশিয়াটিক মাইন্ডশেয়ারই অর্জন করেছে এই অ্যাওয়ার্ড।
অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এবং দ্য অ্যাডভারটাইজিং ক্লাবের যৌথ উৎসব ‘গোয়া-ফেস্ট’ শুধু সৃজনশীলতা ও মিডিয়া পারফরম্যান্সের স্বীকৃতির জায়গা নয়, বরং দক্ষিণ এশিয়ার অ্যাডভারটাইজিং ও কমিউনিকেশন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মিলনমেলা।