Thank you for trying Sticky AMP!!

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিবৃতির প্রতিবাদ দুই ছাত্রসংগঠনের

প্রথম আলোর বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক অপতৎপরতার’ অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দেওয়া বিবৃতির কড়া সমালোচনা করেছে বামপন্থী ছাত্রসংগঠন ছাত্র ইউনিয়ন ও বিপ্লবী ছাত্র মৈত্রী। ছাত্র ইউনিয়ন বলেছে, শিক্ষক সমিতির এ বিবৃতি ‘ন্যক্কারজনক ও চাটুকারিতাপূর্ণ’। আর বিপ্লবী ছাত্র মৈত্রী বলেছে, শিক্ষক সমিতি মূলত আওয়ামী লীগের অঙ্গসংগঠন হিসেবে সরকারের ‘ফ্যাসিবাদী’ শাসনকেই শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে এসব কথা বলেন দুই ছাত্রসংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। এর আগে শুক্রবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক জিনাত হুদা স্বাক্ষরিত এক বিবৃতিতে নাম উল্লেখ না করেই প্রথম আলোর বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।

শিক্ষক সমিতির বিজ্ঞপ্তির প্রতিক্রিয়ায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল কুম্ভকার ও সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী বলেন, ‘সাংবাদিকের গ্রেপ্তারকে সমর্থন করার মাধ্যমে শিক্ষক সমিতি মেরুদণ্ডহীনতার পরিচয় দিচ্ছে। শিক্ষক সমিতির বিবৃতিতে সরকারের প্রতি নগ্ন চাটুকারিতার প্রকাশ ঘটেছে। একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এমন চাটুকারসুলভ আচরণ শুধু নিন্দাজনকই নয়, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের চরিত্রেরও পরিপন্থী।’

এ বিষয়ে বিপ্লবী ছাত্র মৈত্রীর বিবৃতিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মূলত আওয়ামী লীগের অঙ্গসংগঠন হিসেবে সরকারের ফ্যাসিবাদী শাসনকেই শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করার পক্ষে সম্মতি উৎপাদন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের পক্ষে দাঁড়িয়ে শিক্ষক সমিতি দেশ ও জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে। সমিতি এ ঘৃণ্য ও হীন-চাটুকারিতাপূর্ণ বিবৃতির মাধ্যমে শিক্ষক হিসেবেও সব নৈতিক অবস্থান হারিয়েছে।’