বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেছেন দেশের সর্বোচ্চ আদালত।
এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আজ মঙ্গলবার সকালে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হওয়ার আগে এজলাসে দাঁড়িয়ে নীরবতা পালন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও অপর ছয় বিচারপতি। উপস্থিত আইনজীবীরাও দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
এদিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আজ (মঙ্গলবার) বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম শুরু করার আগে এক মিনিট নীরবতা পালন করা এবং বেলা দুইটা থেকে বিচারিক কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।
বিমানবাহিনীর যুদ্ধবিমানটি গতকাল সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিধ্বস্ত হয়। এ ঘটনায় এ পর্যন্ত ২৭ জন নিহত হওয়ার তথ্য জানা গেছে। আহত হয়েছেন দেড় শতাধিক।
নীরবতা পালন করবেন অধস্তন আদালত
এ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার কর্তৃক আজ সারা দেশে শোক দিবস ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের সই করা অপর এক বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করছেন। বিচার বিভাগীয় পর্যায়েও বিষয়টি যথাযোগ্য মর্যাদায় পালন করা আবশ্যক।
প্রধান বিচারপতির আদেশক্রমে উল্লেখ করে রেজিস্ট্রার জেনারেলের সই করা বিজ্ঞপ্তিতে এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে ও তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিন দফা নির্দেশনা রয়েছে।
এগুলো হলো ক) আজ দেশের সব অধস্তন আদালত/ট্রাইব্যুনাল প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা; খ) আজ মঙ্গলবার দেশের সব অধস্তন আদালত/ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার আগে এক মিনিট নীরবতা পালন; এবং গ) ২২ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত সব জেলা জজশিপ ও ম্যাজিস্ট্রেসিতে সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।