
আসন্ন জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে উইমেন এন্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের কাছে আবেদনপত্রটি জমা দেয় ওয়েবের নেত্রীরা।
আবেদনে বলা হয়, ‘উইমেন এন্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) একটি নারী উদ্যোক্তা সংগঠন, যা ২০০০ সাল থেকে দেশের নারী উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আসন্ন জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পর্যবেক্ষণের অভিপ্রায়ে ওয়েব নির্বাচন পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণে আগ্রহী। সংগঠনটির অভিজ্ঞ ও প্রশিক্ষিত পর্যবেক্ষক দল নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে একটি স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও জবাবদিহিমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।’
সিইসির কাছে আবেদনপত্রটি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উইমেন এন্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল, সহসভাপতি মেহেরুন্নেসা খান, সদস্য নাজমা বিন্দু ও নাসরিনা বারী।
ওয়েবের সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল সাংবাদিকদের বলেন, ‘উনি (প্রধান নির্বাচন কমিশনার) আমাদের কথা শুনছেন, আমরা আশাবাদী ওনারা আমাদের কথা রাখবেন, নারীর প্রতি বৈষম্য আমরা আর দেখতে চাই না।’