আদালত
আদালত

সাভারে যুবক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

প্রায় এক যুগ আগে রাজধানীর সাভারে জাহিদ হোসেন নামের এক যুবককে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নি আজ বৃহস্পতিবার এ রায় দেন।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) খান মোহাম্মদ জহিরুল ইসলাম।

মৃত্যুদণ্ড পাওয়া তিনি আসামি হলেন কাজী আহসান তাকবীর, মোহাম্মদ কাজল ও লাল চান। দণ্ডপ্রাপ্তদের মধ্যে কাজল কারাগারে আছেন। বাকি দুজন পলাতক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, পূর্বশত্রুতার জের ধরে ২০১৩ সালের ১৯ জুলাই জাহিদ হোসেনকে সাভারে হিজরাপাড়া এলাকায় কুপিয়ে জখম করা হয়। পরে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  

এই ঘটনায় সেদিন জাহিদের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে সাভার থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলাটি তদন্ত করে ২০১৫ সালের ৩০ আগস্ট তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরের বছর ২ মার্চ তিনজনের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষ থেকে ১৬ জন সাক্ষীর মধ্যে ১৫ জনকে আদালতে হাজির করা হয়।