পদ্মা সেতু সাড়ে তিন বছরে প্রায় ৩ হাজার কোটি টাকা আয় করলেও, পূর্বাভাসের চেয়ে টোল আদায় কম। দৈনিক যানবাহন চলাচল (গড়ে ২২ হাজার) পূর্বাভাসের কাছাকাছি পৌঁছালেও, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির আধিক্যের কারণে বড় যানবাহনের অভাবে আয় প্রত্যাশিত নয়। দক্ষিণাঞ্চলে শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি ও ভারতীয় পণ্য পরিবহন না বাড়াকে মূল কারণ হিসেবে দেখছে কর্তৃপক্ষ।