
পুলিশে পদোন্নতি আর বদলির তদবির এই পর্যায়ে পৌঁছেছে যে তা আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায়ও উঠল। তদবিরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এ ধরনের তদবির ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করে। এ ছাড়াও, গ্রাহক প্রতি মোবাইল সিমের সংখ্যা ১০টি থেকে কমিয়ে ৫টিতে আনার সিদ্ধান্ত হয়েছে, যা নির্বাচনের আগে কার্যকর হবে।