মুহাম্মদ ইকবাল হোসেন
মুহাম্মদ ইকবাল হোসেন

সাবেক সংসদ সদস্য ইকবাল ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন ও তাঁর স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এ ছাড়া সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির আটজনের ১৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ রোববার এসব আদেশ দেন।

দুদকের পক্ষ থেকে আদালতকে লিখিতভাবে বলা হয়, ইকবাল হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। ইকবাল ও তাঁর স্ত্রী বিদেশে পালিয়ে যেতে পারেন বলে দুদক জানতে পেরেছে। এ জন্য তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চায় দুদক।

শুনানি নিয়ে আদালত উল্লিখিত দুজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির আটজনের বিষয়ে দুদকের পক্ষ থেকে আদালতকে লিখিতভাবে বলা হয়, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে কোম্পানির ১৮৭ কোটি ৮৪ লাখ ১৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এই প্রেক্ষাপটে দুদকের আবেদনের শুনানি নিয়ে সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির আটজনের নামে থাকা ১৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এ ছাড়া তাঁদের নামে থাকা ১১টি বিও হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।