আদালত
আদালত

সাবেক মন্ত্রী ইমরান আহমেদ ও খালিদ মাহমুদ চৌধুরীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এবং সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

দুদকের পক্ষ থেকে তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করা হয়। শুনানি নিয়ে তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

গত ৩০ এপ্রিল জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ইমরান আহমদের বিরুদ্ধে মামলা করে দুদক। তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ ও ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়।

ছাত্র–জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২০ অক্টোবর গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ইমরান আহমেদ।

অন্যদিকে গত ৭ এপ্রিল জ্ঞাত আয়বহির্ভূত পৌনে ৬ কোটি টাকার সম্পদ অর্জন এবং সাড়ে ১৩ কোটি টাকার বেশি অর্থের সন্দেহভাজন লেনদেনের অভিযোগে খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ থেকে পালিয়ে লন্ডনে যান খালিদ মাহমুদ চৌধুরী।