মসিউর রহমান রাঙ্গা
মসিউর রহমান রাঙ্গা

সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমানসহ ১৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান (রাঙ্গা) ও তাঁর পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ সোমবার এ আদেশ দেন।

দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, শেখ হাসিনার সরকারের আমলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে মসিউর রহমানের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনি ও তাঁর পরিবারের সদস্যরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। এ অবস্থায় তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

শুনানি নিয়ে মসিউর রহমান, তাঁর ছেলে রাফাত রহমান, ছেলের স্ত্রী শাকিলা খানম ও মেয়ে মালিহা তাসনিমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

এদিকে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।

দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় সম্পদ অর্জনের তথ্য গোপন, টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অপরাধ অনুসন্ধান করছে দুদক।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী সাদিয়া সাবার বিরুদ্ধে তদন্ত করছে দুদক। সংস্থাটির আবেদন পরিপ্রেক্ষিতে আদালত তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন।

একই অভিযোগে আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা ও তাঁর স্ত্রী লিপিকা ভদ্রের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এ ছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ, তাঁর স্ত্রী বিপলী রায়, মেয়ে ঈশানী সাধু ও নৈরিতা সাধুর বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।