গ্লোবাল আইডা অ্যাওয়ার্ডসে ‘জাজেস চয়েস’ পুরস্কার পেলেন বাংলাদেশের মাহদ্বিয়া

আইডা অ্যাওয়ার্ডসের গ্লোবাল ফাইনালে ইন্টেরিয়র ডিজাইন ক্যাটাগরিতে ‘জাজেস চয়েস’ পুরস্কার পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহদ্বিয়া রাহমান। জাপানের টোকিওতে সম্প্রতি আয়োজিত ১৭তম আইডা অ্যাওয়ার্ডস ২০২৪ প্রদান অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করেন তিনি।

এর আগে আইডা অ্যাওয়ার্ডসের ন্যাশনাল ফাইনালে স্থাপত্য বিভাগে মো. মনসুরুন্নবী এবং ইন্টেরিয়র ডিজাইন বিভাগে মাহদ্বিয়া রাহমান বিজয়ী হয়েছিলেন। এরপর তাঁরা ইন্টারন্যাশনাল ফাইনালিস্ট হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে টোকিওতে যান।

নিপ্পন পেইন্টের গ্লোবাল করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কর্মসূচির অংশ হিসেবে টোকিওতে এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আয়োজিত হয়। ‘কনভার্জ: গ্লোবাল ডিজাইন সলিউশনস’ প্রতিপাদ্য নিয়ে ১৬টি দেশ থেকে ৮ হাজারেরও বেশি শিক্ষার্থীর ডিজাইন জমা পড়েছিল, যা স্থানীয় সামাজিক, শহরে এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে।

গ্লোবাল ফাইনালে ইন্টেরিয়র ডিজাইন ক্যাটাগরিতে ‘জাজেস চয়েস’ পুরস্কার নিচ্ছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহদ্বিয়া রাহমান (বাঁয়ে)

‘স্টোরিজ আনফোল্ড: দ্য টেল অব আ সিঙ্গেল মাদার’ শীর্ষক প্রকল্পের জন্য পুরস্কার পান মাহদ্বিয়া। প্রকল্পটি ঐতিহ্যবাহী বাংলাদেশি চায়ের দোকানকে সিঙ্গেল মায়েদের জন্য একটি নিরাপদ, ক্ষমতায়নকারী ও বহুমুখী স্থানে রূপান্তরিত করার একটি উদ্ভাবনী প্রস্তাব। এর মাধ্যমে মায়েরা হয়রানির ভয় ছাড়াই নিশ্চিন্তে কাজ করতে পারবেন এবং একই সঙ্গে তাঁদের সন্তানদের দেখাশোনা করতে পারবেন।

নিপ্পন পেইন্টের মার্কেটিং ম্যানেজার রবিন মিয়া বলেন, ‘বাংলাদেশের প্রতিনিধিত্ব করে পুরস্কার অর্জন করার জন্য আমরা মাহদ্বিয়া রাহমানকে নিয়ে গর্বিত। আইডা অ্যাওয়ার্ডস এমন ডিজাইনারদের উৎসাহিত করে, যাঁরা তাঁদের সৃজনশীলতা ব্যবহার করে বর্তমান সমস্যাগুলো সমাধান করেন এবং একটি উন্নত ভবিষ্যৎ গঠনে অবদান রাখেন।’

এ বছর স্থাপত্য বিভাগে চীনের মাইক হুয়াং এবং ইন্টেরিয়র ডিজাইন বিভাগে ইন্দোনেশিয়ার আডেলিয়া মেইসা ‘আইডা ডিজাইনার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস’ জিতেছেন। এই শীর্ষস্থানীয় ডিজাইনাররা হার্ভার্ড ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অব ডিজাইনে ১০ হাজার মার্কিন ডলার মূল্যের ডিজাইন ডিসকভারি প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পাবেন।