Thank you for trying Sticky AMP!!

চীন ও ভারত সফরের উদ্দেশে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে শফিউদ্দিন আহমেদ ২৩ সেপ্টেম্বর চীনের হ্যাংজো শহরে অনুষ্ঠেয় ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনসহ বিভিন্ন গেমস অ্যান্ড স্পোর্টস ইভেন্ট পর্যবেক্ষণ করবেন। এ ছাড়া সেনাপ্রধান বিভিন্ন দেশের জাতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি-মহাসচিবের সঙ্গে মতবিনিময় করবেন।

চীন সফর শেষে এস এম শফিউদ্দিন আহমেদ ভারতীয় সেনাপ্রধানের আমন্ত্রণে ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ইন্দো-প্যাসিফিক আর্মিস চিফ’স কনক্লেভ (আইপিএসি) সম্মেলনে অংশ নেবেন।

আইপিএসি সম্মেলনের লক্ষ্য মূলত বন্ধুভাবাপন্ন দেশগুলোর স্থলবাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদারি সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা।

এ ছাড়া এই সম্মেলনে বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের সেনাপ্রধান পর্যায়ের সামরিক কর্মকর্তারা পারস্পরিক বৈঠকে অংশ নেবেন। তাঁরা নিজেদের মধ্যে প্রশিক্ষণ সহযোগিতাকে জোরদার করার ক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারে আলোচনা করবেন।

সফর শেষে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।