সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মামলাটি হয়েছে রাজধানীর উত্তরা পশ্চিম থানায়। এই মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে আজ সোমবার বেলা ৩টা ৪০ মিনিটের দিকে প্রথম আলোকে নিশ্চিত করেন ডিএমপির ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।