Thank you for trying Sticky AMP!!

বিতর্কিত পাঠ্যবই বাজেয়াপ্ত করুন

পাঠ্যবই

২০২৩ সালের মাধ্যমিকের পাঠ্যবইয়ে কিছু ভুল ও অসংগতি পাওয়া গেছে। এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে দেশে। ‘ভুলে ভরা’ এসব বিতর্কিত পাঠ্যবই বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ। সংগঠনটির পক্ষে সভাপতি শহিদুল ইসলাম আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।

Also Read: নতুন শিক্ষাবর্ষের তিন বইয়ে নয়টি ভুল, সংশোধনী দিল এনসিটিবি

বিবৃতিতে শহিদুল ইসলাম বলেন, পাঠ্যবইয়ে ডারউইনের বিতর্কিত মতবাদ দেওয়া হয়েছে। পাশাপাশি মুসলিমপ্রধান বাংলাদেশে হিন্দুত্ববাদ ও হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী অশ্লীল ছবি যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের বিপথগামী করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

Also Read: সপ্তম শ্রেণির বিজ্ঞান বই: হুবহু চুরি আর গুগলের অনুবাদে শিক্ষার্থীরা কী শিখবে?

শহিদুল ইসলাম বলেন, ‘স্বাধীন–সার্বভৌম ও সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে বিতর্কিত পাঠ্যবই দিয়ে পাঠদান অব্যাহত থাকুক, তা জনগণ চায় না। এ পরিস্থিতিতে বিতর্ক তৈরি করা পাঠ্যবই বাজেয়াপ্ত করা সময়ের দাবি। দেশের মানুষ আশা করে, সরকারপ্রধান এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।’

Also Read: দায় স্বীকার ভালো, সরে দাঁড়াতে সমস্যা কী

Also Read: পাঠ্যবইয়ে ভুলের দায় আসলে কার?