Thank you for trying Sticky AMP!!

বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে রাজধানীর কাকরাইল এলাকায়

বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত

ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল চারটার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ওই পুলিশ সদস্য ফকিরাপুল বক্স কালভার্ট এলাকায় দায়িত্বরত অবস্থায় বিক্ষুব্ধ নেতা–কর্মীদের হামলার শিকার হন।

নিহত পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম

বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, নিহত পুলিশ সদস্যের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মারধরে তাঁর ইউনিফর্ম ছিঁড়ে গেছে।

Also Read: আগামীকাল সারা দেশে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত এক পুলিশ সদস্য রাস্তায় পড়ে আছেন

নিহত ওই পুলিশ সদস্যের নাম আমিরুল ইসলাম (পারভেজ)। তিনি কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটরী গ্রামে।

আজ বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের আরও ৪১ সদস্য আহত হয়েছেন বলে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল ও রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে কর্মরত ছিলেন।

Also Read: কাকরাইলে পুলিশ বক্স ও গাড়িতে আগুন, মসজিদের সামনে বিজিবি

Also Read: কাঁদানে গ্যাসের ধোঁয়ায় মঞ্চ ছাড়লেন বিএনপির কেন্দ্রীয় নেতারা, মহাসমাবেশ পণ্ড

Also Read: সাংবাদিক, পুলিশ সদস্যসহ আহত ২৮ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি