ব্যক্তি পর্যায়ে মুঠোফোন সিমের ব্যবহার আরও কমিয়ে ১০টি থেকে ৫টি করতে যাচ্ছে সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের দশম সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে এক বছর পরপর সিম নবায়নের বিষয়ে আলোচনা হয়েছে। এটি বাস্তবায়নে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) দায়িত্ব দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
ব্যক্তি পর্যায়ে সিমের ব্যবহার কমানোর যৌক্তিকতা তুলে ধরে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়। এতে বলা হয়, এক ব্যক্তির নামে বেশি সিম নিবন্ধনের সুযোগ থাকায় ওই সিম দিয়ে নানা ধরনের অনিয়ম হচ্ছে। চাঁদাবাজি ও ব্ল্যাকমেল করা হচ্ছে।
বৈঠকে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগের সময় উপদেষ্টাদের নাম ব্যবহার করে তদবির করা হচ্ছে, অথচ উপদেষ্টারা তা জানেন না। আবার দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসক (ডিসি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সরকারি চাকরিজীবীদের মুঠোফোন নম্বর ক্লোন করে চাঁদাবাজি করা হচ্ছে। সে কারণে একজন গ্রাহকের নামে সিম নিবন্ধন ১০টি থেকে পাঁচটি করার সিদ্ধান্ত হয়। বিটিআরসিকে এটি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
এখন একজন গ্রাহক নিজের নামে সর্বোচ্চ ১০টি সিম নিতে পারেন। এর আগে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ড্রাইভিং লাইসেন্স, জন্মনিবন্ধন সনদ ও পাসপোর্ট দিয়ে সব অপারেটর মিলিয়ে ১৫টি সিম নেওয়া যেত। বিটিআরসি গত মাসে এই সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেয়।
বিটিআরসির হিসাবে, দেশে সিমের নিবন্ধিত প্রকৃত গ্রাহকের সংখ্যা ৬ কোটি ৭৫ লাখ ৯২ হাজার ৭৪৫। এর মধ্যে ৮০ দশমিক ৩২ শতাংশ গ্রাহকের নামে পাঁচটি বা তার কম সিম রয়েছে। ৬ থেকে ১০টি সিম রয়েছে ১৬ দশমিক ২৩ শতাংশ গ্রাহকের কাছে। ১১ থেকে ১৫টি সিম ব্যবহারকারী গ্রাহক মাত্র ৩ দশমিক ৪৫ শতাংশ।
সিম নবায়নের বিষয়ে বৈঠকে বলা হয়, প্রতিবছর সিম নবায়ন করলে অনিয়মের মাত্রা অনেক কমে যাবে। কারণ, অনেকে মারা গেলে তাঁর সিম অন্য কেউ ব্যবহার করেন। অনলাইন জুয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, এখন পর্যন্ত ২৬টি জুয়ার ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। ভবিষ্যতে অন্য ওয়েবসাইটও বন্ধ করা হবে।
বৈঠকে একজন উপদেষ্টা বলেন, সাইবার বুলিংয়ের শিকার নারীরা থানায় গেলে অনেক ক্ষেত্রে মামলা নিতে চায় না। এ ধরনের ঘটনায় কেউ থানায় মামলার জন্য গেলে যাতে হয়রানি না করা হয় এবং মামলা নেওয়া হয়, সে বিষয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।