
প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ৪ নভেম্বর। এ উপলক্ষে পাঠকদের জন্য থাকছে প্রথম আলোর লোগো নিয়ে স্ট্যাটিক–ডায়নামিক–অ্যানিমেটেড ডুডল আঁকা প্রতিযোগিতা। যেমন বর্ণিল সাজে সজ্জিত হয় গুগল ডুডল। ৪ নভেম্বর প্রকাশিতব্য প্রথম আলো পত্রিকা এবং প্রথম আলো ডটকম সাজবে নির্বাচিত ডুডল দিয়ে। বিচারক কর্তৃক নির্বাচিত প্রথম ডুডল বিজয়ী পাবেন ৫০ হাজার টাকার পুরস্কার।
১. যেকোনো বয়সের পাঠক এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
২. ডুডল আঁকার সময় প্রথম আলোর লোগোর নকশায় শিল্পী তার মনের মতো সাজাতে পারবেন। এই ডুডলের নকশায় ২৫ বছরের প্রথম আলো, উদ্যাপন ও আনন্দ ফুটিয়ে তুলতে হবে। এটি হতে পারে কোনো ডিজিটাল স্ট্যাটিক ছবি কিংবা অনলাইনে প্রকাশের জন্য ডায়নামিক বা অ্যানিমেটেড নকশা।
৩. পাঠানো ডুডলের সঙ্গে অবশ্যই প্রতিযোগীর নাম, পূর্ণ ঠিকানা, ই-মেইল ও মুঠোফোন নম্বর স্পষ্টভাবে লিখতে হবে।
৪. প্রতিযোগীর নকশা করা ডুডল অবশ্যই ডিজিটাল ফরম্যাটে পাঠাতে হবে। ফরম্যাটগুলো: GIF, JPEG ও MP4।
৫. একজন প্রতিযোগী একাধিক ডুডল পাঠাতে পারবেন।
ডুডল পাঠানোর ঠিকানা ayojon@prothomalo.com, পাঠানোর শেষ সময় ৩০ অক্টোবর ২০২৩।
উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রথম আলো পাঠকদের জন্য বিভিন্ন সৃজনশীল আয়োজন করে আসছে। ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডুডল আঁকা প্রতিযোগিতা এমনই এক উদ্যোগ।