সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২০ জানুয়ারি, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

দেশে চারটি প্রদেশের কথা ভাবছে কমিশন

দেশের পুরোনো চারটি বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। রাষ্ট্রীয় নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনা প্রদেশের হাতে দেওয়ার পক্ষে এ কমিশন। বিস্তারিত পড়ুন...

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাকিব আল হাসান

চেক প্রতারণার মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। আগামী ২৪ মার্চ গ্রেপ্তারি পরোয়ানা তামিলের প্রতিবেদন আদালতে উপস্থাপন করতে বলা হয়েছে।
বিস্তারিত পড়ুন...

‘অনেক চাকরি নিয়ে বসে আছি, কিন্তু লোক পাচ্ছি না’

যুক্তরাষ্ট্রের ‘প্রেসিডেনশিয়াল আর্লি ক‍্যারিয়ার অ‍্যাওয়ার্ড ফর সায়েন্টিস্টস অ‍্যান্ড ইঞ্জিনিয়ার্স’–এর জন‍্য মনোনীত হয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষক এহসান হক

যুক্তরাষ্ট্রের ‘প্রেসিডেনশিয়াল আর্লি ক‍্যারিয়ার অ‍্যাওয়ার্ড ফর সায়েন্টিস্টস অ‍্যান্ড ইঞ্জিনিয়ার্স’–এর জন‍্য মনোনীত হয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষক এহসান হক। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন ও অফিস হোয়াইট হাউস থেকে শিগগিরই এই পুরস্কার তুলে দেওয়া হবে। মোট ৪০০ বিজ্ঞানী ও প্রকৌশলী পাবেন এই পুরস্কার। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব‍্যবহার নিয়ে কাজ করার জন্য মনোনীত হয়েছেন এহসান হক। বর্তমানে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ভাবন বিভাগের নেতৃত্বে আছেন তিনি। বিস্তারিত পড়ুন...

গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু

যুদ্ধবিরতি কার্যকরের পর রাফায় ফেরা ফিলিস্তিনিদের উচ্ছ্বাস। রাফা, গাজা, ফিলিস্তিন, ১৯ জানুয়ারি ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় কয়েক ঘণ্টা বিলম্বের পর স্থানীয় সময় আজ রোববার বেলা ১১টা ১৫ মিনিটে (৯টা ১৫ জিএমটি) বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার এ কথা নিশ্চিত করেছে। বিস্তারিত পড়ুন...

সাইফের ওপর হামলার ঘটনায় একজন গ্রেপ্তার; পুলিশের ধারণা হামলাকারী বাংলাদেশি

সাইফ আলী খান। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর বাড়িতে ঢুকে দুষ্কৃতকারীর এই হামলায় গুরুতর আহত হন অভিনেতা। ঘটনার তিন দিন পর এই হামলার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। বিস্তারিত পড়ুন...