প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দুর্নীতির মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর ৬ বছর কারদণ্ড

দুর্নীতির মামলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক প্রধান প্রকৌশলী শহীদুল আলমকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৬–এর বিচারক জাকারিয়া হোসেন আজ এ রায় দেন। রায় ঘোষণার পর শহীদুলকে কারাগারে পাঠানো হয়।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৭ সালের ২৫ অক্টোবর শহীদুলের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তাঁর বিরুদ্ধে ২৪ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয়। মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ১৪ নভেম্বর তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

২০১৯ সালের ২৫ জুন শহীদুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। দুদকের পক্ষ থেকে ১৩ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। প্রায় ছয় বছর পর আজ রোববার আদালত তাঁকে ছয় বছরের কারাদণ্ড দেন।

ফতুল্লার সাবেক ওসিকে দুই বছরের কারাদণ্ড

অপর দিকে দুর্নীতির আরেক মামলায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাছান আলীকে আজ দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫–এর বিচারক আবদুল্লাহ আল মামুন। একই মামলায় তাঁর স্ত্রীকে খালাস দিয়েছেন আদালত।

আদালতের স্টোনোগ্রাফার সোহানুর রহমান প্রথম আলোকে বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে হাছান আলীর বিরুদ্ধে ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর রমনা থানায় মামলা করে দুদক। মামলায় ১৩ লাখ ৯১ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।