
চট্টগ্রাম নগরের এ কে খান মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরেকজন গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. সাজ্জাদ (৩৩)। পুলিশ জানায়, তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাটের বাসিন্দা মো. শাহজাহানের ছেলে।
অন্যদিকে আহত ব্যক্তির নাম মো. মাহমুদ (৪০)। তিনি চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার কাঠগড় এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, এ কে খান মোড় এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যজন ভর্তি রয়েছেন।
ওসি মোস্তাফিজুর রহমান আরও জানান, এ দুর্ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ। ওই ট্রাকের চালককে আটক করা হয়েছে।