
অধ্যাপক সৈয়দা আফরোজাকে সভাপতি ও অধ্যাপক রবি বিশ্বাসকে মহাসচিব করে ‘পেডিয়াট্রিক এন্ডোক্রাইন সোসাইটি অব বাংলাদেশ’-এর ৩৩ সদস্যের নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।
সম্প্রতি রাজধানীতে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১১ সালে শিশুদের হরমোনজনিত রোগের চিকিৎসার লক্ষ্যে অধ্যাপক নাজমুন নাহারসহ কয়েকজন শিশুরোগ-বিশেষজ্ঞের উদ্যোগে গঠিত হয় ‘পেডিয়াট্রিক এন্ডোক্রাইন সোসাইটি অব বাংলাদেশ’।
নবনির্বাচিত কমিটি শিশুদের হরমোনের তারতম্যঘটিত সব রোগের চিকিৎসায় মানোন্নয়ন এবং চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবে বলে জানিয়েছে। এ ছাড়া সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছে সংগঠনটি।