
গ্রেপ্তার হওয়ার পর কারাগারে থাকা চট্টগ্রাম নগরের বন্দর-পতেঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হওয়া দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিকেলে নগরের চান্দগাঁও থানার দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখান অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার প্রসিকিউশন মফিজুর রহমান।
গত ১৭ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামী মাজার গেট এলাকা থেকে এম এ লতিফকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে ডবলমুরিং থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্র জানায়, চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন আদালতে আবেদন করেন, ৪ আগস্ট নগরের বহদ্দারহাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিতে নিহত হন ফজলে রাব্বি (২১)। এ মামলায় আসামি রয়েছেন এম এ লতিফ। তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হোক।
একইভাবে চান্দগাঁও থানার মোহাম্মদ সাইমন হত্যা মামলায় লতিফকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার এস আই রফিকুল ইসলাম। ১৭ জুলাই বহদ্দারহাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিতে নিহত হন সাইমন।
একই আদালতে দুটি আবেদনের শুনানি শেষে এম এ লতিফকে গ্রেপ্তার দেখান বিচারক। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দ্রুত কার্যক্রম শেষ করে লতিফকে কারাগার নিয়ে যাওয়া হয়।