বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ

নতুন বছরে বিমানের টিকিটে ১০ শতাংশ ছাড়

নতুন বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিটে বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকিট কিনলে যাত্রীরা ১০ শতাংশ ছাড় পাবেন।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইট www. biman-airlines. com ও মোবাইল অ্যাপস থেকে টিকিট কেনার সময় প্রমোকোড FLYBG 2025 ব্যবহার করলে বিমানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব গন্তব্যে মূল ভাড়ার ওপর ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত অফারটি কার্যকর থাকবে বলেও জানানো হয়েছে।