
দৈনিক দিনকাল পত্রিকার ‘ডিক্লারেশন’ বাতিল করার নিন্দা জানিয়েছে বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সংগঠনটি বলেছে, ‘বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে দৈনিক দিনকাল বন্ধ করে দেওয়ার ঘটনা স্পষ্টতই গণমাধ্যমের স্বাধীনতার ওপর আক্রমণ।’
গতকাল মঙ্গলবার সিপিজের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠনটির প্রোগ্রাম ডিরেক্টর কার্লোস মার্তিনেজ ডি লা সেরনা এ কথা বলেন।
গত সোমবার দৈনিক দিনকাল প্রকাশ বন্ধ করে দেওয়া হয়েছে উল্লেখ করে ডি লা সেরনা বলেন, ‘একটি সংবাদপত্র বন্ধ করা গণতান্ত্রিক নীতির লঙ্ঘন। আমরা বাংলাদেশ প্রেস কাউন্সিলকে তাদের আদেশ পর্যালোচনা এবং তথ্যের অবাধ প্রবাহ বজায় রাখার জন্য আহ্বান জানাই।’
সিপিজের প্রতিবেদন অনুযায়ী, দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাসের দাবি, বেআইনিভাবে তাদের পত্রিকা বন্ধ করা হয়েছে।
শিমুল বিশ্বাস বলেছেন, দিনকালের প্রকাশক (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান) একজন দণ্ডিত আসামি এ অভিযোগে ঢাকার জেলা প্রশাসন গত ২৬ ডিসেম্বর দৈনিক দিনকালের ডিক্লারেশন বাতিল করে। তবে শিমুল বিশ্বাসের দাবি, ২০১৬ সালেই তারেক রহমান প্রকাশকের পদ থেকে পদত্যাগ করেছেন।
ডিক্লারেশন বাতিল হওয়ার পর দৈনিক দিনকালের পক্ষ থেকে প্রেস কাউন্সিলে আপিল করা হয়। ২০ ফেব্রুয়ারি আপিল খারিজ করে দেয় প্রেস কাউন্সিল। এতে বন্ধ হয়ে গেছে পত্রিকাটির প্রকাশনা। শিমুল বিশ্বাসের দাবি, তারেক রহমান আর দিনকালের প্রকাশক নেই, সেটা প্রেস কাউন্সিলকে আগেই জানানো হয়েছিল।