নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান পেছাল

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশ অনুষ্ঠান পিছিয়ে গেল। আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি ভবনে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ বাংলাদেশ হাইকমিশনকে রাষ্ট্রপতি ভবন থেকে ফোন করে অনুষ্ঠান পিছিয়ে যাওয়ার খবর জানানো হয়। বলা হয়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জরুরি বিষয়ে ব্যস্ত থাকবেন বলে এ অনুষ্ঠান স্থগিত রাখা হচ্ছে।

বাংলাদেশ ছাড়াও আজ এ অনুষ্ঠানে তুরস্ক, থাইল্যান্ডসহ আরও কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার কথা ছিল। পরে উপযুক্ত সময়ে দিন স্থির করে সংশ্লিষ্ট দেশগুলোকে জানানো হবে।

হাইকমিশনার নিযুক্ত হওয়ার পর রিয়াজ হামিদুল্লাহ গত ৭ এপ্রিল নয়াদিল্লি আসেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও এক বার্তায় রাষ্ট্রপতির জরুরি কর্মসূচির কথা উল্লেখ করে অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।