উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে হাতিলের প্রতিনিধিদল
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে হাতিলের প্রতিনিধিদল

হাতিল জিতল এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড

বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক ও কার্যকর প্রক্রিয়া অনুশীলনের জন্য ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন রেসপনসিবল কনসাম্পশন অ্যান্ড প্রোডাকশন’ বিভাগের অধীনে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৪’-এ ভূষিত হয়েছে হাতিল। এই পুরস্কার প্রদান প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

রাজধানীর একটি হোটেলে গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাঁর হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন হাতিলের প্রতিনিধি। অনুষ্ঠানে হাতিলের প্রতিনিধিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান সেলিম এইচ রহমান, পরিচালক মাহফুজুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) মো. মিজানুর রহমান, পরিচালক (বিক্রয় ও বিপণন) মশিউর রহমান এবং কোম্পানি সচিব মো. রেজাউল করিম।

জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য এবং বৈষম্যের মতো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য একটি বৈশ্বিক কাঠামো হিসেবে কাজ করছে এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস)। বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের মতো এসডিজির লক্ষ্যমাত্রা পূরণে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে দেশের অন্যতম ফার্নিচার ব্র্যান্ড হাতিল।

হাতিলের বর্জ্য ব্যবস্থাপনার অন্যতম লক্ষ্য হচ্ছে বর্জ্যসামগ্রী পুনর্ব্যবহার এবং কার্বন ফুটপ্রিন্ট হ্রাস করা। ধুলা থেকে জ্বালানি এবং ফেলনা কাপড়ের টুকরা থেকে আসবাবের টেকসই উপাদান তৈরির মাধ্যমে হাতিল নিজেদের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সেলিম এইচ রহমান বলেন, ‘হাতিল একটি সুস্থ ও টেকসই ভবিষ্যৎ গড়ার জন্য নিবেদিত। অভিনব এবং দায়িত্বশীল সোর্সিংয়ের মাধ্যমে পরিবেশের ক্ষতি হ্রাস করার পাশাপাশি আমরা দেশের জন্য ইতিবাচক কাজ করতে চাই।’