Thank you for trying Sticky AMP!!

করোনা প্রভাব: ৮০০ পরিবারকে সহায়তা দিল ইয়ামাহা রাইডার্স ক্লাব

সমাজের নিম্ন আয়ের মানুষদের সহায়তা করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব। ছবি: বিজ্ঞপ্তি

সম্প্রতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এ ভাইরাসে বাংলাদেশে বিস্তার লাভ করেছে। সঙ্গে সঙ্গে অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়েছে। বর্তমানে দেশব্যাপী সাধারণ ছুটি চলছে। এর ফলে বিপাকে পড়েছে সমাজের নিম্ন আয়ের মানুষ। তাই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে ইয়ামাহা রাইডার্স ক্লাব।

ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা ৮০০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে। গতকাল রোববার (২৯ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে ইয়ামাহা রাইডার্স ক্লাব এবং এসিআই মটরসের সহযোগিতায় জাগো ফাউন্ডেশনের কাছে সমাজের নিম্ন আয়ের মানুষদের মধ্যে বিতরণের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও এসিআই মটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি