Thank you for trying Sticky AMP!!

কাজে না ফিরলে কারখানা বন্ধ: বিজিএমইএ

বিজিএমইএ ভবন । ফাইল ছবি

পোশাকশ্রমিকেরা কাজে না ফিরলে আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠনের (বিজিএমইএ) নেতারা। আজ রোববার দুপুরে কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা বলেছেন বিজিএমইএর নেতারা।

এতে লিখিত বক্তব্য দেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান।

সভাপতি বলেন, ‘শ্রমিক ভাইবোনদের উদ্দেশে বলছি, আপনারা কর্মস্থলে ফিরে যান, উৎপাদন কাজে অংশগ্রহণ করুন। আর যদি আগামীকাল থেকে আপনারা কাজ না করেন, তাহলে আপনাদের কোনো মজুরি দেওয়া হবে না এবং ওই কারখানা শ্রম আইনের ১৩ / ১ ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।’

আজ বিকেলে সচিবালয়ে নতুন মজুরি কাঠামোর সমস্যা সমাধানে গঠিত ত্রিপক্ষীয় কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, আতিকুল ইসলাম, বর্তমান সহসভাপতি ফারুক হাসান, মোহাম্মদ নাছির প্রমুখ।

আরও পড়ুন