Thank you for trying Sticky AMP!!

চিনি, গুঁড়াদুধ নিলামে তুলেছে সোনালী ব্যাংক

ঋণের টাকা আদায়ে চিনি, গুঁড়া দুধ, চকলেটসহ ৬৪ ধরনের খাদ্যপণ্য নিলামে তুলেছে সোনালী ব্যাংকের ঢাকার নিউমার্কেট শাখা।

ঋণের টাকা আদায়ে চিনি, গুঁড়া দুধ, চকলেটসহ ৬৪ ধরনের খাদ্যপণ্য নিলামে তুলেছে সোনালী ব্যাংকের ঢাকার নিউমার্কেট শাখা। এস এম অরগানিক ফুড অ্যান্ড বেভারেজের কাছে পাওনা ৫ কোটি ৯৮ লাখ টাকা আদায়ে ব্যাংকটি এ নিলাম ডেকেছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে আগ্রহীদের দরপত্র জমা দেওয়ার জন্য আগ্রহীদের আমন্ত্রণ জানিয়েছে ব্যাংকটি।

জানা যায়, সোনালী ব্যাংকের নিউমার্কেট শাখা থেকে ঋণ নিয়ে এসব পণ্য মজুত করে প্রতিষ্ঠানটি। এর পাশাপাশি নরসিংদীতে এস এম অরগানিক ফুড অ্যান্ড বেভারেজের হিমাগার রয়েছে। তবে পণ্য বিক্রি না হওয়ায় টাকা আটকে যায়। আবার করোনার কারণে ভালো মতো ব্যবসাও করতে পারেনি। ফলে ব্যাংকের ঋণ খেলাপি হয়ে পড়ে। এ কারণে মজুত পণ্যের নিলাম ডেকেছে ব্যাংকটি। এর মধ্যে অনেক মেয়াদোত্তীর্ণ হয়ে পড়েছে বলে জানা গেছে। এস এম অরগানিক ফুড অ্যান্ড বেভারেজ ব্যবস্থাপনা পরিচালক শরিফ উল আলম।

নিলাম অনুযায়ী, ১৬ হাজার কেজি চিনি, গুঁড়া দুধ ১৩ হাজার কেজি, বিস্কুট ২ হাজার ৫০০ কেজিসহ ৬৪ ধরনের খাদ্যপণ্যে বিক্রির জন্য নিলাম ডেকেছে ব্যাংকটি।
সোনালী ব্যাংক নিউমার্কেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ইন্দ্রজিৎ দাস প্রথম আলোকে বলেন, পাওনা টাকা আদায় নিয়ম মেনে নিলাম ডাকা হয়েছে। নরসিংদীতে এসব পণ্য মজুত আছে।