ডলবির স্বীকৃতি পেল ওয়ালটন

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় ডলবির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির সিনিয়র ডিরেক্টর ভিভিয়ান ই ভাসাল্লো এবং ওয়ালটন টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেনসহ অন্যরা। ছবি: বিজ্ঞপ্তি
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় ডলবির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির সিনিয়র ডিরেক্টর ভিভিয়ান ই ভাসাল্লো এবং ওয়ালটন টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেনসহ অন্যরা। ছবি: বিজ্ঞপ্তি

শব্দ প্রকৌশল নিয়ে কাজ করা আমেরিকান প্রতিষ্ঠান ‘ডলবি’-এর ‘লাইসেন্সড ম্যানুফ্যাকচারার’ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটন। এর ফলে ওয়ালটন বাংলাদেশে ডলবির অফিশিয়াল সাউন্ড কোয়ালিটির টিভি তৈরিতে অংশীদার হলো।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ও একমাত্র বাংলাদেশি টিভি উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে এ গৌরব অর্জন করছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডলবি ল্যাবরেটরিজ আমেরিকাভিত্তিক একটি কোম্পানি, যারা শব্দ বা অডিওর বিভিন্ন প্রযুক্তি নিয়ে কাজ করে। ডলবি শুধু লাইসেন্সধারী উৎপাদনকারীদের তার প্রযুক্তিগুলো ব্যবহারের অনুমতি দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় ডলবির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন ওয়ালটন টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা নাহিদ হোসেন। ওই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডলবি ল্যাবরেটরিজের সিনিয়র ডিরেক্টর ভিভিয়ান ই ভাসাল্লো। সম্প্রতি ‘ডলবি’র ‘লাইসেন্সড ম্যানুফ্যাকচারার’ হিসেবে স্বীকৃতি লাভ করে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইতিমধ্যেই ডলবি তার নিজস্ব ওয়েবসাইট https://bit.ly/2zuVlSu-এ ‘লাইসেন্সড ডলবি ম্যানুফ্যাকচারার’ তালিকায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের নাম অন্তর্ভুক্ত করেছে।

ডলবির অফিশিয়াল ওয়েবসাইটে ‘লাইসেন্সড ডলবি ম্যানুফ্যাকচারার’ হিসেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম। ডলবি ও ওয়ালটনের লোগো। ছবি: বিজ্ঞপ্তি

মোস্তফা নাহিদ হোসেন বলেন, ডলবি হলো শব্দ বা অডিওর সর্বাধুনিক প্রযুক্তি। কোনো প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া এবং পার্টনার করে নেওয়ার ক্ষেত্রে ডলবি বেশ কিছু বিষয় বিবেচনা করে। এর মধ্যে রয়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতিসমৃদ্ধ গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সেন্টার, আন্তর্জাতিক মান অনুযায়ী টিভি উৎপাদন, রপ্তানি বাজারে চাহিদা, স্থানীয় বাজারে উল্লেখযোগ্য মার্কেট শেয়ার প্রভৃতি।

ওয়ালটন টিভির কেন্দ্রীয় ল্যাব ম্যানেজার রকিবুল হাসান বলেন, ডলবির কাছ থেকে এটমসসহ এমএস১২ প্যাকেজ এবং ডলবিএসি-৪ কনজ্যুমার ডিকোর্ডার ব্যবহারের অনুমতি পেয়েছে ওয়ালটন। এর ফলে ডলবি ডিজিটাল, ডলবি ডিজিটাল প্লাস, ডলবি এটমসসহ ডলবির সব প্রযুক্তি ব্যবহার করতে পারবে তারা। দেশজুড়ে ৭৪টি সার্ভিস সেন্টার রয়েছে ওয়ালটনের।