Thank you for trying Sticky AMP!!

হালি দরে পেঁয়াজ বেচাকেনা

ডিম, কমলা, কলার মতো আরও কত কিছুই না বিক্রি হয় হালি দরে। কিন্তু এভাবে পেঁয়াজ বেচাকেনার খবর আগে কেউ শুনেছে কি না কে জানে। তবে এখন শুনতে হচ্ছে। দাম বাড়তে বাড়তে পেঁয়াজ এমন জায়গায় পৌঁছে গেছে যে স্বল্প আয়ের মানুষের আর উপায় কী!

লক্ষ্মীপুরের কোথাও কোথাও পেঁয়াজ বিক্রি হচ্ছে হালি দরে। এক হালি ২০ টাকা। ১৫০ টাকার কেজি হিসাবে কেনার সামর্থ্য যাঁদের নেই, তাঁরাই কিনছেন হালিতে। লক্ষ্মীপুরে গতকাল শনিবার ১৫০ টাকা দরেই বিক্রি হয়েছে পেঁয়াজ।

রায়পুরের চা-দোকানি মো. রফিক উল্যা বলেন, ‘আগে এক-দুই কেজি পেঁয়াজ কিনতাম। আজ কিনেছি এক হালি পেঁয়াজ। আগে কেজি কিনতাম ২০ থেকে ২৫ টাকায়। এখন হালি কিনছি ২০ টাকায়। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে হালি হিসাবে ছাড়া পেঁয়াজ কেনার উপায় নেই।’ লক্ষ্মীপুর সদরের ইউএনও শফিকুর রিদোয়ান আরমান বলেন, বেশি দামে বিক্রি করা হলে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নেবেন।