
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য নিয়ে গবেষণাগ্রন্থ ‘ব্যাংকিং অ্যালমানাক’–এর তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। এ প্রকাশনা গবেষক ও বিনিয়োগকারীদের জন্য সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন ব্যাংকার ও অর্থনীতিবিদেরা। গত বৃহস্পতিবার অনলাইন প্ল্যাটফর্মে এক অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয় সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং গ্রন্থটির সম্পাদনা পর্ষদের চেয়ারম্যান সালেহউদ্দিন আহমেদ বলেন, বইটিতে বাংলাদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব তথ্য একসঙ্গে পাওয়া যাবে। বিনিয়োগসংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নিতে এ বই সহায়তা করবে। শুধু তাই নয়, গ্রন্থটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট সুশাসন ও জবাবদিহির বিষয়টিকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্র্যাকের চেয়ারপারসন হোসেন জিল্লুর রহমান, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. নজরুল হুদা, নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত লিয়াকত আলী চৌধুরী, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. খলিলুর রহমান, গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির পরিচালক সৈয়দ জিয়াউদ্দিন আহমেদ এবং ব্যাংকিং অ্যালমানকের প্রকল্প পরিচালক এবং সাপ্তাহিক শিক্ষা বিচিত্রার সম্পাদক আবদার রহমান বক্তব্য দেন।