আজকের বিনিময় হার

আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার। একই সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের আগে শেষ কার্যদিবস। ঈদের ছুটিতে আগামীকাল ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাক খাতে কর্মরত ব্যক্তিদের বেতন দেওয়ার সুবিধার্থে ২৮ ও ২৯ মার্চ পোশাকশিল্প এলাকার কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ঈদের ছুটির আগের দিন আজ দেশের মুদ্রাবাজারে মার্কিন ডলারের দর অপরিবর্তিত আছে। ডলার বিক্রি হচ্ছে ১২২ টাকায়। এক মাসেরও বেশি সময় ধরে ডলারের এই হার অপরিবর্তিত আছে।

আজ প্রধান মুদ্রাগুলোর মধ্যে দাম কমেছে ইউরো, সিঙ্গাপুরি ডলার, পাউন্ড, রুপি ও ইউয়ানের। দাম বেড়েছে অস্ট্রেলীয় ডলারের এবং অপরিবর্তিত আছে ইয়েনের দাম।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা করে।