মেঘনা গ্রুপ নিয়ে এল ফ্রেশ হ্যাপি ন্যাপি প্যান্ট ডায়াপার

সম্প্রতি ফ্রেশ হ্যাপি ন্যাপি প্যান্ট ডায়াপার বাজারজাতকরণ শুরু করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। বাংলাদেশের শিশু ও মায়েদের চাহিদা বিবেচনা করে তারা সাশ্রয়ী মূল্যের কিন্তু সর্বোচ্চ মানের প্যান্ট সিস্টেমের ডায়াপার বাজারে এনেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেঘনা গ্রুপের পরিচালক তাহমিনা বিনতে মোস্তফা, তানজিমা বিনতে মোস্তফা ও তাসনিম বিনতে মোস্তফা ফ্রেশ হ্যাপি ন্যাপি প্যান্ট ডায়াপারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (লজিস্টিক) ড. মোহাম্মদ আবুল কালাম, কাজী মো. মহিউদ্দিন, জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মো. ইয়াছিন মোল্লা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, ফ্রেশ হ্যাপি ন্যাপি প্যান্ট ডায়াপারে ব্যবহার করা হয়েছে আমদানি করা ও উন্নত কাঁচামাল। এতে আছে অ্যান্টি–ব্যাকটেরিয়াল উপাদান। ফলে শিশুদের শরীরে ফুসকুড়ি হয় না। শিশুদের আরাম নিশ্চিত করতে ডায়াপারে ব্যবহার করা হয়েছে ব্রিদেবল ফেব্রিক। এতে আছে অধিক শোষণক্ষমতাসম্পন্ন জাপানি প্রযুক্তির এসএপি ডবল লেয়ার। ফলে লিকেজ হয় না। এ ছাড়া মায়েদের সুবিধার কথা মাথায় রেখে ডায়াপারে রাখা হয়েছে স্বয়ংক্রিয় ওয়েটনেস ইন্ডিকেটর। এতে শিশু থাকবে হাসিখুশি।