
দেশের ক্রেডিট রেটিং বা ঋণমান নির্ণয়কারী সংস্থা ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের সঙ্গে শরিয়াহ পরামর্শ প্রতিষ্ঠান আইএফএ কনসালট্যান্সি লিমিটেডের সমঝোতা স্মারক সই হয়েছে। ইসলামি অর্থায়ন ও শরিয়াহসম্মত আর্থিক সেবার ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে তারা এই স্মারক সই করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সমঝোতা চুক্তির আওতায় প্রতিষ্ঠান দুটি যেসব ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে, সেগুলো হলো ইসলামি আর্থিক পণ্য নিয়ে গবেষণা, ব্যবসায়িক কার্যক্রমের শরিয়াহ পর্যালোচনা, পুঁজিবাজারের জন্য শরিয়াহসম্মত সিকিউরিটিজ সূচক তৈরি, করপোরেট গ্রাহকদের জন্য পেশাগত জাকাত হিসাব সেবা, ইসলামি ব্যাংকিং ও অর্থায়নে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও কর্মশালা, ইসলামি মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের জন্য পণ্যের উদ্ভাবন ও নির্দেশিকা তৈরি।
এই অংশীদারত্বের লক্ষ্য হলো, বাংলাদেশে ইসলামি অর্থায়নের নৈতিকতা ও ব্যাপ্তি বৃদ্ধি করা, যাতে আর্থিক পণ্য ও সেবাগুলো আন্তর্জাতিক শরিয়াহ মানদণ্ড অনুযায়ী পরিচালিত হয়। ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের এ–সংক্রান্ত চাহিদা পূরণ করা।