
মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা ছাড়ছেন মাহতাব উদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি এই তথ্য জানান। বর্তমানে রবি আজিয়াটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্বরত আছেন মাহতাব উদ্দিন আহমেদ।
মাহতাব উদ্দীন জানান, এ বছরের ৩১ অক্টোবর পর্যন্ত বর্তমান দায়িত্বের মেয়াদ রয়েছে তাঁর। এরপর তিনি আর রবিতে থাকবেন না। এ ছাড়া ওই সময় পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে ছুটিতে থাকবেন। বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন মাহতাব উদ্দিন আহমেদ।
মাহতাব উদ্দিনের অনুপস্থিতিতে ৩১ অক্টোবর পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন রবির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এম রিয়াজ রাশিদ।
পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে নিয়ে ওই পোস্টে মাহতাব উদ্দিন আহমেদ বলেন, প্রতিটি অসাধারণ যাত্রা শেষ হয়, রবির সঙ্গে আমার গৌরবময় যাত্রাও শেষ হয়েছে। অন্তর্মুখী হওয়া সত্ত্বেও, আমি মনে করি আপনাদের প্রত্যেকের (রবি পরিবার, স্টেকহোল্ডার, নিয়ন্ত্রক, রবি গ্রাহক) সঙ্গে আমার সম্পর্ক হৃদয়ের এবং পেশাদারি সংযোগের বাইরে। যদিও আমি বাংলাদেশে কাজ করতে এবং আপনাদের সকলের সঙ্গে থাকা উপভোগ করেছি, তবে গত ছয় বছর ধরে পরিবার থেকে দূরে আছি। এখন আমি তাদের সঙ্গে আরও সময় কাটাতে চাইছি।
২০১৬ সালে রবি আজিয়াটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নেন মাহতাব উদ্দিন আহমেদ। এর আগে তিনি রবির মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপ বারহাদে কর্মরত আছেন।
আজিয়াটা গ্রুপ বারহাদে যোগ দেওয়ার আগে মাহতাব রবি আজিয়াটা লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ছিলেন। রবিতে যোগ দেওয়ার আগে তিনি ১৭ বছর ইউনিলিভারের বিভিন্ন পদে কাজ করেন।
মাহতাব উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। হার্ভার্ড বিজনেস স্কুলেরও শিক্ষার্থী ছিলেন তিনি।