
কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) সফটওয়্যারের মাধ্যমে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি)–সংক্রান্ত শতভাগ অনলাইন সেবা দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ বৃহস্পতিবার থেকে ইউপি ইস্যু–সংক্রান্ত সব সেবা গ্রহণ ও দেওয়ার ক্ষেত্রে সিবিএমএস সফটওয়্যারের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
ওই সফটওয়্যার ব্যবহার করে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির জন্য সংশ্লিষ্ট কাস্টমস বন্ড কমিশনারেট থেকে অনলাইনে ইউপি নিতে পারছে। এ জন্য আর শুল্ক কার্যালয়ে যেতে হচ্ছে না। এই সফটওয়্যারের মাধ্যমে ইউপি–সংক্রান্ত আবেদন গ্রহণ, যাচাই–বাছাই ও অনুমোদন কার্যক্রম পুরোপুরি অনলাইনে সম্পন্ন হচ্ছে।
এনবিআর মনে করছে, সিবিএমএস সফটওয়্যার ব্যবহারের ফলে সেবা দেওয়ার প্রক্রিয়া দ্রুত হওয়ার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে; সনাতনী পদ্ধতিতে কাগজপত্র জমা দেওয়ার জটিলতা বন্ধ হবে অর্থাৎ ব্যক্তিনির্ভর হস্তক্ষেপ কমে আসবে; আবেদনের প্রক্রিয়া সহজ, ব্যয় সাশ্রয়ী ও ব্যবসাবান্ধব হবে এবং বন্ড–সংক্রান্ত বিভিন্ন মামলা ও বিবাদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।