সোনালী ব্যাংক

ঋণ বেড়েছে ১৫৬০০ কোটি টাকা, সুদ আয় বৃদ্ধি ১১২২ কোটি টাকা

সোনালী ব্যাংক লিমিটেডে
ফাইল ছবি

সদ্য বিদায়ী ২০২২ সালে সোনালী ব্যাংকের ঋণ বিতরণ বেড়েছে ১৫ হাজার ৬০০ কোটি টাকা। এতে ব্যাংকটির দেওয়া ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৬০০ কোটি টাকা। ফলে এই ব্যাংক বিদায়ী বছরে ৩ হাজার ৭৬৯ কোটি টাকা নিট সুদ আয় করেছে, যা ২০২১ সালের চেয়ে ১ হাজার ১২২ কোটি টাকা বেশি। একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা হয়েছে ২ হাজার ৫০৩ কোটি টাকা।

সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম। মূলত এক বছরের অর্জন তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

তিনি জানান, বিদায়ী ২০২২ সালে সোনালী ব্যাংকের আমানত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার কোটি টাকা, যা পুরো ব্যাংক খাতে সর্বোচ্চ। ২০২১ সালে ব্যাংকটিতে আমানত ছিল ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা। গত বছরে বিশেষ করে কম খরচের আমানত বেড়েছে। ২০২১ সালে এই ব্যাংকের ঋণের বিপরীতে আমানতের অনুপাত ছিল ৫১ শতাংশ, যা ২০২২ সালে বেড়ে ৬০ শতাংশে উঠেছে।

আফজাল করিম বলেন, ২০২২ সালে কোনো বড় ঋণ দেওয়া হয়নি। বিশেষ করে ছোট ও মাঝারি খাতে অর্থায়ন করা হয়েছে। গত বছরে সরকারি খাতের সার, খাদ্য ও জ্বালানির জন্য ৪১ হাজার কোটি টাকার ঋণপত্র খুলেছে ব্যাংকটি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী, কাজী মো. ওয়াহিদুল ইসলাম, পারসুমা আলম প্রমুখ।