আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য আলাদা করে ১২৫ কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
গতকাল সোমবার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেন অর্থ উপদেষ্টা। জানান, নারীদের জন্য বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সরকারের এই উদ্যোগকে বিভিন্ন মহল থেকে সাধুবাদ জানানো হয়েছে। একই সঙ্গে ১০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তার জন্য ১ হাজার কোটি টাকার ঋণ তহবিল গঠন করা হয়েছে।
বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসার পরিবেশ উন্নত করে তাঁদের অর্থনৈতিক ক্ষমতায়ন দৃঢ় করার লক্ষ্যে আগামী অর্থবছরে ১২৫ কোটি টাকার তহবিল বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। নারীর সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমির মাধ্যমে নারীদের জন্য দক্ষতাভিত্তিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং উপজেলা পর্যায়ে মহিলা প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় নির্বাচিত ২০ হাজার নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
গতকাল বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
নারীদের গৃহকর্মের স্বীকৃতি নিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, কর্মজীবী নারীর পাশাপাশি অনেক নারী গৃহে শ্রম ও সময় দিচ্ছেন। কিন্তু তাঁদের এই গুরুত্বপূর্ণ ভূমিকা প্রায়ই যথাযথভাবে মূল্যায়ন করা হয় না। তিনি নারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ভবিষ্যতে তাঁদের অবদান আর্থিক মানদণ্ডের ভিত্তিতে জিডিপিতে যোগ করার লক্ষ্যে প্রয়োজনীয় পদ্ধতিগত পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে জাতীয় বাজেট বক্তৃতায় নারীর অস্বীকৃত বা অবৈতনিক সেবামূলক কাজ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করায় তাঁর বক্তব্য স্বাগত জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।